“ মূর্খের উপাসনা অপেক্ষা জ্ঞানীর নিদ্রা শ্রেয় -- আল হাদিস ”

রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়

RAZ TEXTILE HIGH SCHOOL

স্কুল কোডঃ ৬১৫৯, EIIN নম্বরঃ ১১৫৪৯১

ব্রেকিং নিউজ
তোমাদের পানে চাহিয়া বন্ধু… মোহাম্মদ সামসুল আলম বব্লগ বিশদ

তোমাদের পানে চাহিয়া বন্ধু… মোহাম্মদ সামসুল আলম

Category : General

20-Jun-2020 | MASTER ADMIN | 222 comments | 1 likes

মানুষ নাকি তার স্বপ্নের সমান বড়। কথাটি অবশ্যআমার না, আলোকিত মানুষ চাই আন্দোলনের প্রবক্তা, বিশ্ব সাহিত্য কেন্দ্রের মধ্যমণি অধ্যাপকআবদুল্লাহ আবু সায়ীদ এর। বয়সটা আমার বড় হতে পারে, আকারটা আমার বড় হতে পারে, কিন্তুমানুষটা আমি বড় না। আমি খুব সাধারন একটা মানুষ। বলবার মতো কোন যোগ্যতা বা অর্জন আমারনেই।

তোমাদের মধ্যে কে ডাক্তার হবে, কে ইঞ্জিনিয়ারহবে সেসব নিয়ে আমি ভাবি না। স্কুলের রেজাল্ট বা এই সব দেখার জন্য স্কুলের প্রধান শিক্ষিকাও তার সহকর্মীরা রয়েছেন এবং আমি জানি তারা এ ব্যাপারে খুবই যোগ্য এবং আন্তরিক। আমিশুধু খেয়াল করি আমার নাতি-পুতিরা গল্প করতে শিখছে কিনা, ঝগড়া করতে শিখছে কিনা, কবিতাবা গল্প লিখতে চেষ্টা করছে কিনা, ভাল ছবি আঁকা শিখছে কিনা, সেলাই কারুকাজ শিখছে কিনা,গান গাইছে কিনা, পিঠা বানাতে পারছে কিনা, সিনেমা দেখার সুযোগ পাচ্ছে কিনা,খেলছে কিনা,পাঠ্যবইয়েরবাইরে কোন বই পড়ছে কিনা,আকাশ ছোয়ার স্বপ্ন দেখছে কিনা।

আমার নাতি-পুতিরা। তোমাদের একটা সত্যি কথাবলি। স্কুলের এতো পড়া লেখা, কোচিং, নীরবতা, নিয়ম-কানুন, পরীক্ষা এসব তোমাদের মতো আমারওএকটুও ভাল লাগে না। আমি শুধুমাত্র তোমাদের ঝগড়া, পাখির মতো কিচির মিচির শব্দ, কবুতরেরমতো অহেতুক বাক-বাকুম শোনার লোভেই বার বার ছুটে আসি। ছুটে আসি তোমাদের তৈরী পিঠা খাওয়ারলোভে, তোমাদের গান শোনার লোভে,নাচ দেখার লোভে,তোমাদের হাতের মাটির কাজ দেখার লোভে।আমি কি কখনও তোমাদের কাছে পড়া শুনতে চাই? চাই না। আমি শুনতে চাই গান, গল্প, কবিতা,ঝগড়া, সমস্যা এই্ সব, তাই নয় কি?

আসলে, আমি শুধু চাই তোমরা একটু কালচারাল্ডহও। হৃদয়ের সুকুমার বৃত্তিগুলোর চর্চা করো, আর একটু বেশি মানুষ হয়ে ওঠো। ক্রীড়া, সাহিত্যও সংস্কৃতির সব শাখায় না হোক, দু-চারটে শাখায় যেন তোমাদের দুর্দান্ত ও অবাধ পদচারণাথাকে। জীব বা সমাজের কোন স্তরে বা পরিবেশে যেয়ে তোমরা যেন অসহায় ও নিঃস্ব ফিল না করো।চিন্তা,কাজে ও স্বপ্নে আত্ম-নির্ভরশীল হও। শুধুমাত্র এইটুকু,এরচেয়ে বেশি কিছু নয়।

আসলে পাঠ্য বইয়ের বাইরের বিষয়গুলো নিয়েই আমারসব আগ্রহ ও স্বপ্ন। আজকের এই লেখাটাও যতটা না পাঠ্য বইকেন্দ্রিক, তার ছবি আঁকা, গানেরপ্রতিযোগিতা, পিঠা উৎসব,গণিত উৎসব, বিতর্ক, গল্পবই পড়ার প্রতিযোগিতা এরকম আয়োজন যতবেশি হবে, তত বেশি তোমরা আমাকে পাবে। তোমরা কি চাওনা আমি বারবার আসি? যদি সত্যিই তোমরাআমাকে চাও, তবে কো-কারিকুলারে আরও বেশী অংশ নিতে হবে।

অন্যথায়হয়তোবা, ঢাকায় বসে বসে আমি কবি নজরুলের একটি লেখা থেকে আবৃত্তি করবো-

‘তোমাদের পানে চাহিয়াবন্ধু,

আর আমি জাগিব না।

কোলাহল করি সারাদিনমান

                        কারোধ্যান ভাঙিব না।

-নিশ্চল নিশ্চুপ

আপনার মনে পুড়িব একাকীগন্ধ বিধুর ধূপ।’


সভাপতি, 

রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়।

 ব্লগ ক্যাটাগরি
 ব্লগ ট্যাগস
সম্পর্কিত ব্লগ
বোঝেনা সে বোঝেনা !
বোঝেনা সে বোঝেনা !
30 - Apr - 2020 | 1 | 0

‘‘আগুনে আর কতটুকু পোড়ে ?

সীমাবদ্ধ তার ক...